প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৫ ০১:০৭

বগুড়া-নাটোর মহাসড়কে মৃত্যুর মিছিল: নন্দীগ্রামে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৫

উপজেলা সংবাদদাতা, নন্দীগ্রা, বগুড়াঃ
বগুড়া-নাটোর মহাসড়কে মৃত্যুর মিছিল: নন্দীগ্রামে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৫

বগুড়া-নাটোর মহাসড়কে আবারও প্রাণ গেল দুইজনের। রবিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে নন্দীগ্রামের কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় কাভার্ডভ্যান ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

নিহতরা হলেন—ভাটগ্রাম ইউনিয়নের কাথম দক্ষিণপাড়ার সিএনজি চালক আরাফাত হোসেন (২২) এবং একই ইউনিয়নের বিষা গ্রামের নজু হাজীর স্ত্রী হাওয়া বিবি (৫০)।

আহতরা হলেন—কামুল্লা সরদারপাড়ার ফিরোজের মেয়ে নাফিয়া (৬), বিষা গ্রামের মশিউর উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৬৫), শাজাহানপুরের রুপিহার গ্রামের ইউসুফ (২৪), কামুল্লার সুমন (২১), এবং ফিরোজের স্ত্রী নুরুন্নাহার (৩২)।
তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিএনজি চালক আরাফাত যাত্রী নিয়ে নন্দীগ্রাম থেকে কুন্দারহাটের দিকে যাচ্ছিলেন। একই সময়ে বিপরীত দিক থেকে আসা একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান কুন্দারহাট বাসস্ট্যান্ডের স্পিডব্রেকারের কাছে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি উল্টে গেলে ঘটনাস্থলেই চালক আরাফাত ও যাত্রী হাওয়া বিবি নিহত হন।

কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নির্মল চন্দ্র মহন্ত জানান, “দুর্ঘটনায় দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

স্থানীয়রা জানান, বগুড়া-নাটোর মহাসড়ক এখন ‘মৃত্যুপুরী’তে পরিণত হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এই মহাসড়কে প্রাণ হারিয়েছেন অন্তত ৮-১০ জন। নিরাপদ সড়কের দাবিতে তারা দ্রুত কার্যকর পদক্ষেপ চেয়েছেন।

উপরে