সান্তাহারে লেভেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু আমেরিকা প্রবাসীর

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন এলাকায় ট্রেনে কাটা পড়ে নাসিম মাহমুদ জয় (৩৩) নামের এক আমেরিকা প্রবাসী নেভি প্রকৌশলী নিহত হয়েছেন। রোববার (২৭ জুলাই) দুপুর দেড়টার দিকে সান্তাহার রেলস্টেশনের লেভেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জয় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের চকসোনার গ্রামের বাসিন্দা ও স্থানীয় স্কুল শিক্ষক আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার এবং যুক্তরাষ্ট্রে কর্মরত ছিলেন। ছুটি কাটাতে সম্প্রতি দেশে এসেছিলেন। আগামীকাল ২৮ জুলাই তার আমেরিকায় ফিরে যাওয়ার কথা ছিল।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, ওইদিন জয় মোটরসাইকেলযোগে সান্তাহার শহরের রেলওয়ে লেভেলক্রসিং পার হচ্ছিলেন। এ সময় লালমনিরহাট থেকে ঢাকাগামী ৭৫২ নম্বর আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার স্টেশনে প্রবেশ করছিল। জয় ট্রেনটির আগমন বুঝে ওঠার আগেই দ্রুতগতিতে রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করেন। এ সময় ট্রেনের ইঞ্জিনের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর জয় ট্রেনের ইঞ্জিনের সঙ্গে জড়িয়ে প্রায় ৫০ মিটার দূরে গিয়ে পড়ে। ঘটনাটি তাৎক্ষণিকভাবে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সান্তাহার রেলওয়ে থানার সহকারী পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম জানান, ঘটনাটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে দুপুর আড়াইটার দিকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।