প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৫ ০১:২৩

পাবনায় সাবেক অধ্যাপকের ওপর হামলা, মুখ চেপে ধরে ছুরিকাঘাত

পাবনা সংবাদদাতাঃ
পাবনায় সাবেক অধ্যাপকের ওপর হামলা, মুখ চেপে ধরে ছুরিকাঘাত
অবসরপ্রাপ্ত অধ্যাপক জওহরলাল বসাক তুলশী (৭৭)। ছবি- সংবাদদাতা

পাবনা পৌর শহরের কালাচাঁদপাড়ায় নিজ বাসায় একাকী অবস্থানকালে প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন অবসরপ্রাপ্ত অধ্যাপক জওহরলাল বসাক তুলশী (৭৭)। রোববার (২৭ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের জীববিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন দুপুরে বাজার থেকে বাসায় ফেরার পরপরই আগে থেকে ওঁৎ পেতে থাকা দুজন দুর্বৃত্ত তাকে ঘরে ঢুকতেই মুখ চেপে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে তারা ঘরের আলমারি, আসবাবপত্র ভাঙচুর ও তছনছ করে চলে যায়।

আহত জওহরলাল বসাক তুলশী ও প্রতিবেশীরা জানান, তিনি একাই ওই বাসায় থাকেন। তার ভাইয়েরা বিদেশে বসবাস করেন। ঘটনার পর প্রতিবেশীরা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আহত শিক্ষক বলেন,

“আমি ঘরে ঢুকতেই দুজন এসে মুখ চেপে ধরে ছুরিকাঘাত করে। ঘরের সব তছনছ করেছে, আলমারিও ভেঙেছে। তবে কিছু নিতে পারেনি। তারা মুখোশ পরা ছিল না। আমি কোনো চাঁদা দাবির বিষয়ও জানি না।”

তবে তিনি পুলিশের সহায়তা নিতে অনিচ্ছা প্রকাশ করে বলেন,

“আমি পুলিশের দ্বারা হ্যারেজমেন্ট হতে চাই না। আমার পুলিশের দরকার নেই।”

প্রতিবেশীদের দাবি, শিক্ষক দুর্বৃত্তদের চিনলেও নিরাপত্তা আশঙ্কায় মুখ খুলছেন না। এ কারণে এ ঘটনায় এখনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।

ঘটনার খবর পেয়ে সন্ধ্যায় সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন,

“দুইজন দুর্বৃত্ত বাসায় ঢুকে অধ্যাপককে কুপিয়ে আহত করে এবং আলমারি ও ওয়ারড্রোব ভাঙচুর করে একটি মোবাইল ফোন নিয়ে গেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত তিনি কোনো লিখিত অভিযোগ দেননি।”

পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপরে