প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৫ ০১:২৭

কুড়িগ্রামে ভুয়া ডিবি পরিচয়ে প্রতারণা, চক্রের দুই সদস্য আটক

উপজেলা সংবাদদাতা, ভূরুঙ্গামারী, কুড়িগ্রামঃ
কুড়িগ্রামে ভুয়া ডিবি পরিচয়ে প্রতারণা, চক্রের দুই সদস্য আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে প্রতারণার সময় দুজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার পাথরডুবি ইউনিয়নের ফুলকুমার গ্রামের নারিকেলতলা এলাকা থেকে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

আটক ব্যক্তিরা হলেন—রংপুর সেন্ট্রাল রোড এলাকার আব্দুস সাত্তারের ছেলে মুশফিক (৩৫) এবং ফুলকুমার গ্রামের আলিম উদ্দিন সরকারের ছেলে খলিলুর রহমান (৫৫)। এ চক্রটি দীর্ঘদিন ধরে চাকরি দেওয়ার প্রলোভন ও জমি-জমা সংক্রান্ত মামলার মীমাংসার আশ্বাস দিয়ে প্রতারণা করে আসছিল বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, খলিলুর রহমান এলাকার বাসিন্দা সাইফুর রহমানের স্ত্রী মিনারা খাতুনকে চাকরি দেওয়ার কথা বলে বাড়িতে নিয়ে আসেন। এরপর মুশফিককে ডিবি পরিচয়ে সেখানে নিয়ে যান এবং মিনারার কাছে ২ লাখ টাকা দাবি করেন। সেই সঙ্গে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ারও চেষ্টা করেন।

তাদের কথাবার্তায় সন্দেহ হলে মিনারা খাতুন স্বামী ও প্রতিবেশীদের খবর দেন। পরিস্থিতি বুঝতে পেরে প্রতারকরা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ফুলকুমার নদীর পাড় থেকে তাদের আটক করে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়। জানা গেছে, এর আগে মুশফিক রংপুরে পুলিশের পোশাক পরে উপ-পরিদর্শক (এসআই) পরিচয়ে প্রতারণার সময় র‌্যাবের হাতে আটক হয়েছিলেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন,

“স্থানীয়দের সহযোগিতায় ভুয়া ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

উপরে