প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৫ ০২:০২

বাজেট বৈষম্যের প্রতিবাদে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ, আন্দোলনে বেরোবি শিক্ষার্থীরা

জালাল উদ্দিন,রংপুরঃ
বাজেট বৈষম্যের প্রতিবাদে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ, আন্দোলনে বেরোবি শিক্ষার্থীরা

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ও উত্তরাঞ্চলের প্রতি দীর্ঘদিনের বাজেট বৈষম্যের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। দাবি আদায়ে গতকাল সোমবার (২৮ জুলাই) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করেন তাঁরা।

দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরবর্তী এক ঘণ্টা ধরে (দুপুর ১:৩০ পর্যন্ত) মহাসড়ক অবরোধ করে রাখায় উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে, সৃষ্টি হয় তীব্র যানজট ও ভোগান্তি।

দুই দফা দাবি শিক্ষার্থীদের:

১. উত্তরাঞ্চলের বাজেট বৈষম্য নিরসনে এবং সার্বিক উন্নয়নের (শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো) জন্য একটি স্বতন্ত্র আঞ্চলিক কমিশন গঠন।
২. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে রূপান্তর।

আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি:

শিক্ষার্থীরা ঘোষণা দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। পাশাপাশি ৪৮ ঘণ্টার মধ্যে দাবি না মানা হলে উত্তরাঞ্চলজুড়ে অবরোধ ও অসহযোগ আন্দোলনে যাবেন তাঁরা।

শিক্ষার্থীদের মতামত:

বেরোবির শিক্ষার্থী মীম সরকার বলেন, “প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছিলেন, কিন্তু তিনি কথা রাখেননি। আমরা চাই রংপুর ও বেরোবির জন্য পৃথক পূর্ণাঙ্গ বাজেট নির্ধারণ হোক।”

শিক্ষার্থী শাহরিয়ার বলেন, “রংপুরকে একসময় ১ নম্বর জেলা বলা হলেও বাস্তবে আমরা কোথায় আছি, তা নির্ধারিত নয়। শিক্ষা, অবকাঠামো ও স্থানীয় সরকারের প্রয়োজনীয় বাজেট বরাদ্দ এখানে নেই। আন্দোলনে হয়তো আমরা হিরো, কিন্তু বাজেটের দিক থেকে পুরোপুরি জিরো।”

আরেক শিক্ষার্থী রহমত মণ্ডল বলেন, “উপদেষ্টারা যমুনা সেতু পেরোলেই রংপুরকে ভুলে যান। বাজেটের ক্ষেত্রে একধরনের সিন্ডিকেট কাজ করে, যা ঢাকার কেন্দ্রীকরণকে আরও দৃঢ় করে। সেই সিন্ডিকেট ভাঙতে হবে। আমরা চাই, উত্তরাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলগুলো বাজেট বৈষম্য থেকে মুক্তি পাক।”

পরবর্তী কর্মসূচি:

শিক্ষার্থীরা ঘোষণা করেন, আগামীকাল মঙ্গলবার (২৯ জুলাই) শহীদ আবু সাঈদ চত্বরে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সমাবেশ করবেন। এরপর জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করবেন তাঁরা।

উপরে