প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৫ ০১:৩১

ফুলবাড়ীতে কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর
ফুলবাড়ীতে কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়া অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না রাখার প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ফুলবাড়ী কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ।

বুধবার (৩০ জুলাই) সকাল ১১টায় ফুলবাড়ী নিমতলা মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে দুপুর ১২টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলীর মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত ১৭ জুলাই ২০২৫ যে পরিপত্র জারি করেছে, তাতে কেবল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। এতে দেশের হাজার হাজার বেসরকারি ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা বঞ্চিত হবে।

ফুলবাড়ী কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সভাপতি মোঃ আনিসুর রহমান বলেন, "এই পরিপত্রটি সম্পূর্ণ বৈষম্যমূলক। এতে প্রাথমিক শিক্ষায় বিভাজন সৃষ্টি হবে এবং মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে অবিচার হবে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং দাবি জানাই পরিপত্রটি দ্রুত বাতিল করার। তা না হলে আন্দোলনের পথে যেতে বাধ্য হব।"

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা মোঃ আলতাফ হোসেন, মোঃ সাইফুল ইসলাম, জুলফিকার আলী, সাজেদুর রহমান, গণেশ চন্দ্র সাহা, আব্দুল্লাহ, রফিকুল ইসলাম, হেলাল, রোস্তম আলী, সামসুর রহমান প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপরে