আওয়ামী ফ্যাসিজমের পতন হয়েছে, বিচার হওয়া প্রয়োজন: ডা. জাহিদ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেট এম জাহিদ হোসেন বলেছেন, "আওয়ামী ফ্যাসিজমের কারণে দেশের জনগণ বিগত দিনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বিচার বিভাগসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে দলীয়করণ করে একদলীয় শাসন কায়েম করেছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার।"
বুধবার (৩০ জুলাই) সকালে নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ীতে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মাহেরীন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
ডা. জাহিদ হোসেন বলেন, "২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। কিন্তু এখন সময় এসেছে যারা গুম, হত্যা ও নির্যাতনে সরাসরি জড়িত ছিল—তাদের বিচার করার, যাতে ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট শক্তি আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।"
তিনি আরও অভিযোগ করেন, "এক সময়ের তত্ত্বাবধায়ক সরকার ৯০ দিনের মধ্যে নির্বাচন দিয়েছিল, অথচ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এক বছর পার করলেও এখনও নির্বাচন দেয়নি। বরং পুনরায় ফ্যাসিবাদী শাসন কায়েমের চেষ্টায় লিপ্ত। আমরা দ্রুত নির্বাচন চাই, চাই রাজনৈতিক সংস্কারের মাধ্যমে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা।"
এসময় তিনি প্রয়াত শিক্ষিকা মাহেরীন চৌধুরীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক সেলিম, সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেলসহ দলের স্থানীয় নেতাকর্মীরা।