লায়ন্স ক্লাব অব রংপুরের উদ্যোগে চেম্বারের নব নির্বাচিত ৫ ডিরেক্টরকে সংবর্ধনা

লায়ন্স ক্লাব অব রংপুর এর উদ্যোগে রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির নব নির্বাচিত ৫ ডিরেক্টরকে সংবর্ধনা জানানো হয়। মঙ্গলবার রাতে নগরীর জিএলরায় রোডস্থ লায়ন্স ক্লাব মিলনায়তনে লায়ন্স ক্লাব অব রংপুরের নিয়মিত সভায় রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নব নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট মোঃ এনামুল হক সোহেল, ডিরেক্টর মোঃ তৌহিদ হোসেন, ডিরেক্টর আলহাজ্ব মোঃ আব্দুল হালিম বুলু, ডিরেক্টর মোঃ শরিফুল ইসলাম বাবু, ডিরেক্টর মোঃ শফিকুল ইসলাম মিঠু’কে ফুলদিয়ে সংবর্ধনা জানান লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট নাসরিন হক ববি। এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব রংপুরের আইপিপি ড. সঞ্জিত কুমার সরকার দুরন্ত (এমজেএফ), প্রথম ভাইস প্রেসিডেন্ট লায়ন মনজিল মুরাদ লাভলু (এমজেএফ), ২য় ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) নাসিম উদ্দিন, ক্লাব মেম্বারশীপ চেয়ারপার্সন লায়ন একেএম বানিউল আদম বাবু (এমজেএফ), এলসিআইএফ কো অরডিনটর উম্মে হাবিবা মাহফুজা আখতারী স্মৃতি, ক্লাব সার্ভিস চেয়ারপার্সন লায়ন অমিত বনিক, ক্লাব মার্কেটিং চেয়ারপার্সন লায়ন শাহিন পারভেজ (এমজেএফ), ক্লাব পরিচালক এ্যাড. আহসানুল হাবিব মিলন (এমজেএফ), ক্লাব পরিচালক লায়ন মেরাজুল মহসিন, ক্লাব পরিচালক লায়ন জাকারিয়া ইসলাম, ক্লাব পরিচালক লায়ন অনিন্দ আউয়াল, ক্লাব পরিচালক লায়ন আরমান চৌধুরী অনিক, ক্লাব পরিচালক লায়ন ডাঃ হিরম্ব কুমার রায়, ক্লাব পরিচালক লায়ন আবুল হাসনাথ সাবিন, ক্লাব পরিচালক লায়ন জাহেদা খাতুন, ক্লাব পরিচালক লায়ন মোঃ নুরুজ্জামান, ক্লাব পরিচালক লায়ন আনোয়ারুল হক, ক্লাব পরিচালক লায়ন মোঃ তানজিউর রহমান, জলঢাকা লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন সুমাইয়া চৌধুরী সার্থক, সহ অন্যান্য অতিথিবৃন্দ।