প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৫ ০২:০৫

শেরপুরে টিভির ডিস লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

এনামুল হক, শেরপুর, বগুড়াঃ
শেরপুরে টিভির ডিস লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বগুড়ার শেরপুরে টিভির ডিস লাইনের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আতিকুর রহমান লিমন (৪৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শেরপুর পৌরসভার টোলার গেট (হাসপাতাল রোড) এলাকার নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
 
মৃত আতিকুর রহমান লিমন, মৃত রাজা ড্রাইভারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি ঘরের মধ্যে ডিস লাইনের সংযোগের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। আত্মীয়-স্বজনেরা দ্রুত তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
শেরপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) জয়নুল আবেদীন
বলেন, “ঘটনাটি জানতে পেরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
উপরে