প্রকাশিত : ১ আগস্ট, ২০২৫ ০২:০৭

বগুড়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, মুখোশধারীদের বিরুদ্ধে বিক্ষোভের ডাক

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, মুখোশধারীদের বিরুদ্ধে বিক্ষোভের ডাক
অতুল চন্দ্র দাস। ছবি- সংগৃহীত

বগুড়া সদর উপজেলার সাবগ্রামে যুবদল আহ্বায়ক অতুল চন্দ্র দাসকে কুপিয়ে গুরুতর জখম করেছে মুখোশ পরা সন্ত্রাসীরা। বুধবার (৩০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে সাবগ্রাম হাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, অতুল চন্দ্র দাস রাতে দলীয় কার্যক্রম শেষে মোটরসাইকেলে করে নিজ বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সাবগ্রাম হাটে একটি ওষুধের দোকানে দাঁড়ালে চারটি মোটরসাইকেলে আসা আটজন মুখোশধারী সন্ত্রাসী অতুলের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। অতুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তারা পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা আগ্নেয়াস্ত্র বের করে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহত অতুলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

এ ঘটনায় বগুড়া জেলা যুবদল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটির সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, “অতুলকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”

এদিকে, বৃহস্পতিবার বিকেলে যুবদলের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

ওসি হাসান বাসির আরও বলেন, “হামলাকারীরা সবাই মুখোশ পরা ছিল। তাদের শনাক্তে তদন্ত চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, নিরাপত্তা জোরদার করা হয়েছে।”

এই হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং জনগণ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

উপরে