মাদক ব্যবসা নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বগুড়ায় সংবাদ সম্মেলন

বগুড়ার খাঁন মার্কেটের “সারা ফার্মেসি”র স্বত্বাধিকারী মো. ইকবাল হোসেন একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন। বুধবার (৩১ জুলাই ২০২৫) বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি তার বক্তব্য তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে মো. ইকবাল হোসেন জানান, গত ৩০ জুলাই ২০২৫ তারিখে বগুড়া থেকে প্রকাশিত দৈনিক মুক্ত সকাল পত্রিকায় “ঔষধ ব্যবসার আড়ালে মাদক ব্যবসা” শিরোনামে প্রকাশিত সংবাদের একাংশে তার নাম জড়িয়ে যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি বলেন, “প্রকাশিত সংবাদে বলা হয়েছে—আমি নাকি সাংবাদিক ও ডিবি পুলিশের ভয় দেখিয়ে আমাকে ম্যানেজ করার জন্য খাঁন মার্কেট বণিক সমিতি ও ঔষধ ব্যবসায়ী সমিতির (বিসিডিএস) নেতাদের দুই লাখ টাকা দিয়েছি। বাস্তবে আমার সঙ্গে কারো সঙ্গে কোনো আর্থিক লেনদেন হয়নি। এই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন।”
তিনি আরও দাবি করেন, একটি কুচক্রী মহল তার ব্যবসার সুনাম ক্ষুণ্ণ করতে উদ্দেশ্যমূলকভাবে এই সংবাদ পরিবেশন করেছে। এতে তিনি মানসিক ও ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও জানান।
সংবাদ সম্মেলনে মো. ইকবাল হোসেন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আমি সাংবাদিকদের প্রতি শ্রদ্ধাশীল। তবে অনুরোধ করব, ভবিষ্যতে কোনো সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই-বাছাই করে সত্যতা নিশ্চিত হয়ে যেন প্রতিবেদন প্রকাশ করা হয়।”
তিনি এ সময় সংশ্লিষ্ট সংবাদপত্র ও প্রতিবেদকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের ইঙ্গিতও দেন।