ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নাগরিক আটক, পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ’র কাছে হস্তান্তর

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে অনুপ্রবেশের সময় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। পরবর্তীতে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃত ব্যক্তিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র কাছে হস্তান্তর করা হয়।
বুধবার (৩০ জুলাই ২০২৫) বিকেল ৩টার দিকে ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন রসুলপুর বিওপির সীমান্ত পিলার ৩০০/৫-এস এর প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের মাঠ থেকে বিজিবির নিয়মিত টহলদল ভারতীয় নাগরিক আরিয়ান মির্জাকে (১৯) আটক করে।
আটককৃত আরিয়ান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার বাসিন্দা। তার পিতা রাজেশ মির্জা ও মাতা আয়েশা মির্জা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, গত ২৮ জুন ২০২৫ তারিখে নেত্রকোনা জেলার কলমাকান্দা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। এরপর ৩০ জুলাই পুনরায় বাংলাদেশ থেকে ভারতে ফেরার উদ্দেশ্যে রসুলপুর সীমান্ত ব্যবহার করতে গিয়ে বিজিবির হাতে ধরা পড়ে।
এ ঘটনার পর দিনই বিজিবি এবং বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের মাধ্যমে ভারতীয় নাগরিক আরিয়ান মির্জাকে ভারতের ৫৭ বিএসএফ ব্যাটালিয়নের মাধবপুর ক্যাম্পের প্রতিনিধিদলের কাছে হস্তান্তর করা হয়।
ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার (পিএসসি) বলেন,
“বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সব সময় সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বদ্ধপরিকর। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তবর্তী জনগণের নিরাপত্তায় আমরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছি।”
তিনি আরও জানান, ভবিষ্যতেও সীমান্তে যেকোনো ধরনের হুমকি মোকাবেলায় বিজিবি তার কার্যক্রম অব্যাহত রাখবে।