বগুড়ায় ছাত্র আন্দোলনে নাশকতার মামলায় পলাতক নাঈম গ্রেপ্তার
বগুড়ায় বৈষম্যবিরোধী শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে ককটেল বিস্ফোরণ ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের মাধ্যমে সহিংসতা চালানোর অভিযোগে দায়ের হওয়া মামলার পলাতক আসামি মো. নাঈম (২৮) কে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
র্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ আগস্ট) রাত ৩টার দিকে শহরতলীর ছিলিমপুর উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
র্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া নাঈম বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির ব্যক্তিগত সহকারী (পিএস) ছিলেন। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। মামলা নম্বর ৩৭।
মামলায় দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩৫৪/১১৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনের ৩, ৫ ও ৬ ধারা যুক্ত করা হয়েছে। অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পরিকল্পিতভাবে ককটেল বিস্ফোরণ ও আগ্নেয়াস্ত্র প্রদর্শনের মাধ্যমে আন্দোলনকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয়। এতে বেশ কয়েকজন আহত হন বলেও অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের পর র্যাব নাঈমকে বগুড়া সদর থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র্যাব-১২।
