ধুনটে চাচিকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেপ্তার, স্বামীর তালাকের পর থানায় মামলা

বগুড়ার ধুনটে চাচির ঘরে ঢুকে তাকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় ভাতিজা বিপ্লব হোসেন বিদ্যুৎ (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩ আগস্ট) তাকে ধুনট থানা হাজত থেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত বিপ্লব হোসেন বিদ্যুৎ ধুনট পৌরসভার পশ্চিম ভরনশাহী গ্রামের আবুল হোসেন বারিকের ছেলে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধুনট সদর ইউনিয়নের চান্দারপাড়া এলাকার ২৩ বছর বয়সী এক নারীর সঙ্গে পাঁচ বছর আগে বিয়ে হয় পশ্চিম ভরনশাহী গ্রামের এক যুবকের। তাদের সংসারে একটি সন্তান রয়েছে। স্বামী বগুড়া শহরের একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। সেই সুবাদে স্বামীর আত্মীয় হিসেবে ভাতিজা বিপ্লব হোসেন বিদ্যুৎ প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করতেন।
অভিযোগ অনুযায়ী, গত ১৮ জুন রাত আনুমানিক ২টার দিকে ওই নারী ঘরে একা থাকলে বিপ্লব জোরপূর্বক ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। ঘটনার পরদিন ভুক্তভোগী বিষয়টি তার স্বামীকে জানালে স্বামী ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে তালাক দেন এবং বাড়ি থেকে বের করে দেন।
পরবর্তীতে নিরুপায় অবস্থায় ওই নারী ধুনট থানায় বিপ্লব হোসেন বিদ্যুতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলার পরপরই শনিবার (২ আগস্ট) বিকেলে ধুনট বাজার এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, "ধর্ষণের অভিযোগটি আমলে নিয়ে মামলা রেকর্ড করেই অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী নারীকে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।"