প্রকাশিত : ৫ আগস্ট, ২০২৫ ০০:৪৯

বগুড়ায় নকল ভেটেনারি ওষুধ তৈরি: প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় নকল ভেটেনারি ওষুধ তৈরি: প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

‎বগুড়ার শহরের দত্তবাড়ি এলাকায় অনুমোদনহীনভাবে নকল ভেটেনারি ওষুধ তৈরি করায় বায়ন এগ্রো লিঃ নামক একটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা ও বিপুল পরিমাণ নকল মোড়ক জব্দ করা হয়েছে। 

‎সোমবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে জেলা প্রাণীসম্পদ অধিদপ্তর ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের যৌথ অভিযানে শহরের দত্তবাড়ি ব্রিজ সংলগ্ন একটি ভাড়া বাসায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, বায়ন এগ্রো,এলেক্স এনিমেল হেলথ, এস্টার এনিমেল হেলথ, রেড এগ্রো, বিএস প্লাস এগ্রোভেট লিমিটেড এবং নোভা বেলজিয়াম নামক বিভিন্ন কোম্পানির নামে অবৈধভাবে পশু চিকিৎসার ওষুধ উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল।

‎প্রতিষ্ঠানটির মূল মালিক ফারুক প্রধান (৪৫), তিনি বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা গ্রামের সামছুল প্রধানের ছেলে। সামছুল প্রধান দীর্ঘদিন ধরে ঐ বাসা ভাড়া নিয়ে অনুমোদনহীন ওষুধ উৎপাদন করে আসছিলেন।

‎অভিযানকালে নকল ওষুধ, কাঁচামাল ও বিভিন্ন কোম্পানির লেবেলসহ মালামাল জব্দ করা হয়। এ সময় প্রতিষ্ঠানের ম্যানেজার আরিফ সরকার ভবিষ্যতে আর কখনও এমন কাজ করবেন না বলে লিখিত মুচলেকা প্রদান করেন।

‎ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার। তিনি জানান, মৎস্য ও পশু খাদ্য আইন, ২০১০ এর ৪/২০ ধারা মতে উক্ত প্রতিষ্ঠানকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় ও বিপুল পরিমাণ নকল মোড়ক জব্দ করা হয়েছে।

‎অভিযানে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রায়হান। তিনি বলেন, “অবৈধভাবে ভেটেনারি পণ্য উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

‎আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ লুৎফর রহমান, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা প্রণব কুমার তালুকদার ও সদর থানার এসআই আঃ সালাম সহ অনেকেই।

উপরে