প্রকাশিত : ৫ আগস্ট, ২০২৫ ০০:৫১

শহীদ প্রদীপ ভৌমিকের মৃত্যুবার্ষিকীতে বগুড়ায় সিপিবির স্মরণসভা

খবর বিজ্ঞপ্তিঃ
শহীদ প্রদীপ ভৌমিকের মৃত্যুবার্ষিকীতে বগুড়ায় সিপিবির স্মরণসভা

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বগুড়া জেলা কমিটির উদ্যোগে শহীদ প্রদীপ কুমার ভৌমিকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (তারিখ যুক্ত করুন) বগুড়া সাতমাথাস্থ ছাত্র ইউনিয়ন কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা সিপিবি সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম এবং সঞ্চালনা করেন জেলা কমিটির সদস্য শুভ শংকর গুহ রায় বাবুন। সভার শুরুতে প্রদীপ কুমার ভৌমিকসহ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত সব শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আমিনুল ফরিদ, সম্পাদকমণ্ডলীর সদস্য সাজেদুর রহমান ঝিলাম, ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য লিয়াকত আলী কাক্কু, যুব ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক সাইদুর রহমান পারভেজ এবং ছাত্র ইউনিয়নের জেলা সাংগঠনিক সম্পাদক আফ্রিক রহমান প্রান্ত।

বক্তারা বলেন, প্রদীপ ভৌমিক ছিলেন একজন নির্ভীক, সৎ এবং আপোষহীন বিপ্লবী। তিনি গরিব-মেহনতি মানুষের অধিকার, গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা ও বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে আমৃত্যু সংগ্রাম করে গেছেন। তাঁর মৃত্যু এ সংগ্রামে এক অপূরণীয় ক্ষতি।

বক্তারা প্রদীপ ভৌমিক হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উপরে