প্রকাশিত : ৫ আগস্ট, ২০২৫ ১৫:৪১

কাহালুতে ড্রেন থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
কাহালুতে ড্রেন থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

 

বগুড়ার কাহালু উপজেলায় একটি জমির ড্রেন থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার কর্নিপাড়া এলাকায় মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, বাচ্চু ইটভাটার পাশে জমির ড্রেনে মরদেহটি ভেসে থাকতে দেখে তারা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ওসি নিতাই চন্দ্র বলেন, “মরদেহটি ফুলে বিকৃত হয়ে গেছে। শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং কয়েকদিন আগে পানিতে ডুবে মারা গেছেন।”

মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উপরে