প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৫ ০২:০১

সলঙ্গায় ৩২৮ গ্রাম হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

খবর বিজ্ঞপ্তিঃ
সলঙ্গায় ৩২৮ গ্রাম হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জের সলঙ্গা থানার মহাসড়ক এলাকায় অভিযান চালিয়ে ৩২৮ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। বুধবার রাত ১টা ৪৫ মিনিটে ন্যাশনাল ফুড ভিলেজ অ্যান্ড হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতের নাম মোছা. সারমিন খাতুন (২৪)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিয়াড় মহব্বতপুর গ্রামের বাসিন্দা। তাঁর কাছ থেকে হেরোইনের পাশাপাশি মাদক কেনাবেচায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ এক হাজার টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সারমিন খাতুন স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে বাসযোগে হেরোইন বহন করে ঢাকাসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন।

এ ঘটনায় সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

উপরে