বদরগঞ্জে আলিম পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে শিক্ষক আটক

রংপুরের বদরগঞ্জে আলিম পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে শাফিকুল ইসলাম নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে বদরগঞ্জ ওয়ারেছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। তিনি ওই মাদ্রাসার আরবি শিক্ষক।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে শিক্ষক শাফিকুল ইসলাম পরীক্ষাকেন্দ্র থেকে বাইরে বের হয়ে কিছুক্ষণ পর নকল নিয়ে পুনরায় প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে হাতে নাতে আটক করেন।
কেন্দ্র সচিব ও মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, আটক শিক্ষককে থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
মাদ্রাসার সভাপতি আব্দুল হান্নান জানান, শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, কেন্দ্র সচিবকে মামলার নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।