রংপুরে আওয়ামী লীগ নেতা আতাউর জামান বাবুকে জেলহাজতে প্রেরণ

রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আতাউর জামান বাবুকে জেলা হাজতে প্রেরণ করেন আদালত। গতকাল (১৪ আগস্ট) বৃহস্পতিবার দুপুর ৩টায় রংপুর মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রট আদালতে হাজির করে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন জানান রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানার এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল বাতেন। মে্েরটাপলিটন ম্যাজিষ্ট্রট আদালত-১ এর বিজ্ঞ বিচারক মোঃ শোয়েবুর রহমান আসামীর রিমান্ড না মঞ্জুর করে জেলহাজকে পাঠানোর নির্দেশ দেন। বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর ইঞ্জিনিয়ার পাড়ার এক আত্মীয়ের বাসা থেকে আতাউর জামান বাবুকে গ্রেফতার করে মেট্রোঃ কোতয়ালী পুলিশ। ষৈম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা, হত্যাচেষ্টা, চিন্ময়কৃষ্ণ গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মারপিট সহ ৪ টি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানান। রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানিয়েছেন, আতাউর জামান বাবু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে আহত জয়নাল আবেদীন হত্যাচেষ্টা মামলার ১ নম্বর এবং শহিদুল ইসলাম সাগর হত্যাচেষ্টা মামলার ৫ নম্বর আসামি। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের উসকানিমূলক পোস্ট দিয়ে আসছিলেন। ওসি বলেন, স¤প্রতি তিনি (আতাউজ্জামান বাবু) রংপুর মহানগরীতে স্বেচ্ছাসেবক লীগকে সংগঠিত করার চেষ্টা করছিলেন। গোয়েন্দা তথ্য এবং তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করার পর গ্রেফতার করা হয়।