বগুড়ায় অস্ত্র, চাঁদাবাজি ও মাদকসহ একাধিক মামলার এজাহারনামীয় নেতা ‘কুত্তা শাকিল’ গ্রেফতার

বগুড়া জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মো. শাকিল মাহমুদ ওরফে ‘কুত্তা শাকিল’ (৪২)–কে অস্ত্র আইন, চাঁদাবাজি, মাদক, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনসহ সরকারি কর্মকর্তা ও সাধারণের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও শাজাহানপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ১৩ আগস্ট রাত ১১টা ৩০ মিনিটে বগুড়া সদর উপজেলার মফিজ পাগলা মোড় এলাকা থেকে যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শাকিলের বিরুদ্ধে হত্যা প্রচেষ্টা, বিস্ফোরক দ্রব্য ব্যবহার, ভূমি দখল, চাঁদাবাজি ও অস্ত্র রাখাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে এলাকার ভুক্তভোগী সচেতন মহল এবং সাধারণ মানুষ স্বস্তির নিশ্বাস ফেলেছেন। দীর্ঘদিনের তাণ্ডবের অবসান ঘটায় অনেকেই প্রকাশ্যে আনন্দ প্রকাশ করছেন।
পুলিশ জানিয়েছে, শাকিলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ যাচাই-বাছাই শেষে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে মামলার কাঙ্ক্ষিত আদালতে সোপর্দ করা হবে।
জেলা ডিবি কর্মকর্তারা জানান, “নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষা আমাদের প্রথম দায়িত্ব। শাকিলের মতো নাশকতাকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”