বগুড়া পুণ্ড্র ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি জিহাদ, সম্পাদক রাকিবুল

বগুড়া পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সদ্য ঘোষিত এই কমিটিতে মোতাছিম বিল্লাহ জিহাদ সভাপতি এবং রাকিবুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
দীর্ঘদিন পর কমিটি গঠিত হওয়ায় ক্যাম্পাসে ছাত্রদল এবং তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যের সঞ্চার হয়েছে।
জানা যায়, জিহাদ ও রাকিবুল দুজনেই মেধাবী, সাহসী এবং দলীয় আদর্শে বিশ্বাসী সংগঠক হিসেবে দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। জুলাই আন্দোলনসহ নানা আন্দোলন-সংগ্রামে তাদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। দুর্দিনে রাজপথে সক্রিয় থাকা এবং সংগঠনের প্রতি অটল ভালোবাসার কারণেই কেন্দ্রীয় ছাত্রদল তাদেরকে এই দায়িত্বে মনোনীত করেছে।
বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ বলেন, “কেন্দ্রীয় ছাত্রদল তাদের মনোনয়ন দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আশা করি তারা দায়িত্ব সঠিকভাবে পালন করবে। তারা ছাত্রদলের মেধাবী ও আদর্শিক নেতৃত্বের অনন্য উদাহরণ।”
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, “শিক্ষা, ঐক্য ও প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকে। পুণ্ড্র ইউনিভার্সিটিতে যাদের শিক্ষার্থীদের মাঝে গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা আছে, তাদেরই নেতৃত্বে আনা হয়েছে।”
এদিকে নতুন কমিটি অনুমোদনের পর তৃণমূল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মিষ্টি বিতরণ করেন। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় ছাত্রদল ও বগুড়া জেলা ছাত্রদল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।