প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৫ ০৪:০৪
সাদুল্লাপুরে অটোভ্যান ছিনতাইয়ের চেষ্টা, জনতার হাতে আটক ২
সাদুল্লাপুর, গাইবান্ধা সংবাদদাতা :
গাইবান্ধার সাদুল্লাপুরে অটোভ্যান ছিনতাইয়ের চেষ্টা করার সময় দুই যুবককে আটক করেছে স্থানীয় জনতা। শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন—পলাশবাড়ীর রফিকুল ইসলাম (২৫) ও সাদুল্লাপুরের শাওন মিয়া। যাত্রীবেশে তারা ভ্যানচালকের ওপর হামলা চালিয়ে ছিনতাইয়ের চেষ্টা করলে চালকের চিৎকারে লোকজন এগিয়ে আসে। এসময় তাদের কাছ থেকে একটি ছুরি উদ্ধার হয়।
পরে আটক দু’জনকে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
