প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৫ ০৪:০৬
সিপিবি বগুড়ার শোক
নিজস্ব প্রতিবেদক

বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম নেতা রায়হান নবী বাদশার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বগুড়া জেলা কমিটি।
গতকাল শুক্রবার (১৫ আগস্ট) রাত ১০টার দিকে শহরের ফুলদীঘীর নিজ বাসভবনে অসুস্থতাজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।
শোক বিবৃতিতে সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আমিনুল ফরিদ বলেন, আশির দশকে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন এবং নব্বইয়ের গণ-অভ্যুত্থানে রায়হান নবী বাদশা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি দীর্ঘদিন কারাবরণ করেছেন এবং ছিলেন আপাদমস্তক একজন সৎ রাজনৈতিক ব্যক্তিত্ব।
সিপিবি নেতৃবৃন্দ বলেন, “তাঁর মৃত্যুতে দেশ একজন সৎ ও আদর্শবান রাজনীতিবিদকে হারালো।” তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।