প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৫ ২০:০৬
সাদুল্লাপুরে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবুর গণসংযোগ
সাদুল্লাপুর, গাইবান্ধা সংবাদদাতা:

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর- পলাশবাড়ী ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী ও জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু গণসংযোগ করেছেন।
মঙ্গলবার (১৯ আগস্ট)
উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী মোটরসাইকেলের মাধ্যমে গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তিনি শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বে সুখী, সমৃদ্ধ ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার আহবান জানান।
গণ সংযোগে উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মাওলানা লোকমান হোসেন, ভাতগ্রাম ইউনিয়ন সভাপতি প্রভাষক আশরাফুল ইসলাম,সেক্রেটারী প্রভাষক মোশাররফ হোসেন মিলন, যুব বিভাগের সভাপতি মাসুদ মিয়াসহ টিম ও ওয়ার্ডের দায়ীত্বশীল বৃন্দ।