বদলগাছীতে নকল শিশু খাদ্য জব্দ, নারীকে ২৫ হাজার টাকা জরিমানা

নওগাঁর বদলগাছীতে বিভিন্ন প্রতিষ্ঠানের নকল লেবেল ব্যবহার করে প্যাকেটজাত শিশু খাদ্য তৈরির অভিযোগে লক্ষাধিক টাকার মালামাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অভিযুক্ত নারী আইভি খানমকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে উপজেলার পয়নারী গ্রামে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ আতিয়া খাতুন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আইভি খানমের বাসায় নকল শিশু খাদ্য উৎপাদনের পাশাপাশি বিভিন্ন কোম্পানির নামে লেবেল (হাইস্পোর্টস, কোয়ালিটি সেভেন আপ, রোবো, হাইস্প্রিড, ম্যানগো ইত্যাদি) জব্দ করা হয়। অপরিচ্ছন্ন পরিবেশে এসব খাদ্য দীর্ঘদিন ধরে বাজারজাত করা হচ্ছিল।
সম্প্রতি প্রাণ কোম্পানির এক কর্মী স্থানীয় মাতাজি হাটে নকল রোবো সনাক্ত করলে বিষয়টি বিএসটিআইকে জানানো হয়। পরে বিএসটিআইয়ের ফিল্ড অফিসার সাখাওয়াত হোসেনের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।