প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৫ ০৪:৩৬

জোবেদা ফাউন্ডেশন নার্সিং ইন্সটিটিউট ফুটবল টুর্নামেন্টে জয়ী হেল্থ সিটি নার্সিং ইন্সটিটিউট

নিজস্ব প্রতিবেদক
জোবেদা ফাউন্ডেশন নার্সিং ইন্সটিটিউট ফুটবল টুর্নামেন্টে জয়ী হেল্থ সিটি নার্সিং ইন্সটিটিউট

টিএমএসএস পরিচালিত আইসিটি ডোমেইন নিয়ন্ত্রাণাধীন জোবেদা ফাউন্ডেশন নার্সিং ইন্সটিটিউট আয়োজিত “আন্ত:নার্সিং ইনস্টিটিউট ফুটবল টুর্নামেন্ট-২০২৫” ফাইনাল ম্যাচ গতকাল মঙ্গলবার বগুড়ার শাজাহানপুর উপজেলার সুজাবাদে অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় করতোয়া নার্সিং ইন্সটিটিউট, কালিতলা, বগুড়া এবং হেল্থ সিটি নার্সিং ইন্সটিটিউট, কলোনী, বগুড়া। উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতায় হেল্থ সিটি নার্সিং ইন্সটিটিউট বিজয়ী হয়।

খেলা শেষে মনোমুগ্ধকর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ শেফালী খাতুন, নার্সিং সুপারিনটেনডেন্ট, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল, বগুড়া। গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও জোবেদা ফাউন্ডেশন নার্সিং ইন্সটিটিউটের চেয়ারম্যান অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম, উপদেষ্টা শেখ মোহাম্মদ আলী, পরিচালক (আইসিটি) নিগার সুলতানা, অধ্যক্ষ মমতাজ বেগম, ডোমেইন প্রধান মোঃ আলমগীর হোসেন আলম প্রমুখ। এছাড়া জোবেদা ফাউন্ডেশন, টিএমএসএস বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক ও কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মাঠে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন, যারা খেলার প্রতিটি মুহূর্তে করতালিতে উৎসাহ দেখান। আয়োজকরা জানান, এই ধরনের টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াঙ্গনের বিকাশে এবং তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপরে