প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৫ ০৪:৩৭
সাদুল্লাপুরে মাটির নিচ থেকে পিস্তল-গুলি উদ্ধার
সাদুল্লাপুর, গাইবান্ধা সংবাদদাতা :

গাইবান্ধার সাদুল্লাপুরে মাটির নিচ থেকে একটি পিস্তলসহ চার রাউন্ড গুলি জব্দ করেছে থানা পুলিশ। এর মধ্যে দুই রাউন্ড গুলির খোসা ছিল।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১টার দিকে সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক রুহিয়া গ্রামের হামীম আদনান ফিশারি গেটের একটি ঘরের পেছনে মাটির নিচ থেকে এসব অস্ত্র জব্দ করা হয়।
জানা গেছে, হোটেলে বাকি খাওয়াকে কেন্দ্র করে হোটেল মালিক সহ দুইজনকে গুলিবিদ্ধ করে গোলাপ প্রামাণিক নামের এক যুবক এ ঘটনায় তার বিরুদ্ধে গত ১৪ আগস্ট সাদুল্লাপুর থানায় একটি মামলা হয়। গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) আসামি গাইবান্ধা বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন । এসময় আদালতে থাকাকালে কোর্ট পুলিশ পরিদর্শকের সহায়তায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুস সবুর আসামির সঙ্গে কথা বলেন।এবং তার দেওয়া তথ্যমতে, সাদুল্লাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বুজরুক রুহিয়া গ্রামের হামীম আদনান ফিশারি গেটের একটি ঘরের পিছনে মাটির নিচ থেকে দুই রাউন্ড তাজা গুলি, দুই রাউন্ড খোসা গুলি ও একটি পিস্তল জব্দ করা হয়।
সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, গুলি ও পিস্তল জব্দ করা হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানানো হবে।