প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৫ ০৫:০৬
জয়পুরহাটে দ্বিতীয় শ্রেণির শিশুকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত
উপজেলা সংবাদদাতা, আক্কেলপুর, জয়পুরহাট:

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী তাছিন তালহাকে বেধরক মারধরের অভিযোগে তদন্তের মুখে পড়েছেন। ঘটনার দায় এড়িয়ে শিক্ষক শিশুটিকে উল্টো চাঁদাবাজ আখ্যা দিয়ে অভিভাবককে গালমন্দ করার অভিযোগ উঠেছে।
শিশুটির মা তাসলিমা আকতার শাপলা জানিয়েছেন, ১২ আগস্ট ক্লাস টেস্টে ছড়া লেখায় হাতের লেখা খারাপ হওয়ায় শিক্ষক তার পিঠ ও শরীরের বিভিন্ন জায়গায় কঞ্চি দিয়ে মারধর করেন। ঘটনার বিষয়ে জানতে গেলে শিক্ষক উল্টো শিশুটিকে চাঁদাবাজ আখ্যা দিয়ে অভিভাবককে গালিগালাজ করেন। স্থানীয়রা জানান, প্রধান শিক্ষকের এমন আচরণ নতুন নয়।
অভিযুক্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম ঘটনার বিষয়ে বলেছেন, শিক্ষার্থীর হট্টোগোল ও অসভ্য আচরণের কারণে তাকে মারধর করেছেন, তবে এর পরিমাণে তিনি স্বীকার করেছেন যে ‘ঠিক হয়নি’।
আক্কেলপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে তারা অবগত এবং তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।