প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৫ ০১:১০

আরএমপি'র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মোঃ ফয়সাল আলম, রাজশাহী
আরএমপি'র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের কনফারেন্স রুমে বৃহস্পতিবার (২১ আগস্ট)  সকাল ১০টা ৩০ মিনিটে জুলাই ২০২৫-এর মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপি'র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

সভায় মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ কমিশনার কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, চাঁদাবাজি ও অবৈধ দখলের বিরুদ্ধে চলমান কার্যক্রম এবং গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন।

জুলাই মাসের অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করে আগস্টে নেওয়া পদক্ষেপগুলোর কার্যকারিতা মূল্যায়ন করা হয় এবং আগামী দিনের জন্য বাস্তবভিত্তিক ও কার্যকর কৌশল নির্ধারণ করা হয়।

সভায় মে থেকে জুলাই ২০২৫ পর্যন্ত সামগ্রিক কর্মমূল্যায়নে শ্রেষ্ঠত্ব অর্জন করায় এসআই (নি.) মো. ছাদেকুর রহমান ও এএসআই (নি.) মো. আনোয়ার হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া টিএসআই মো. আজাদুল ইসলাম, সার্জেন্ট সোহেল হাসান শান্তসহ মোট ১০ জন পুলিশ কর্মকর্তাকে তাদের অসাধারণ পারফরম্যান্সের ভিত্তিতে অর্থ পুরস্কারে ভূষিত করা হয়।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম; সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপরে