৩৫ বছরের নারীর বাড়িতে বিয়ের দাবিতে ৭৫ বছরের বৃদ্ধের অনশন, এলাকায় চাঞ্চল্য

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৩৫ বছরের এক নারীর বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন করেছেন ৭৫ বছর বয়সি এক বৃদ্ধ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে দিনভর উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামে ওই নারীর বাড়ির সামনে অবস্থান নেন বৃদ্ধ আবুল কাসেম মুন্সি। তিনি বেতমোর রাজপাড়া ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামের মৃত আজাহার আলী মুন্সির ছেলে।
বৃদ্ধের অভিযোগ
আবুল কাসেম মুন্সি সাংবাদিকদের জানান, কয়েক বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর পুনর্বিবাহের চিন্তা করেন তিনি। প্রায় দুই মাস আগে ওই নারীর সঙ্গে তার পরিচয় হয়। বিয়ের প্রস্তাব দিলে নারী রাজি হন এবং বিভিন্ন সময়ে তার কাছ থেকে প্রায় ৩৫-৪০ হাজার টাকা নেন।
তিনি অভিযোগ করে বলেন, “কিছুদিন আগে থেকে হঠাৎ করে সে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। আমি তার বাড়িতে যেতে চাইলে ভুয়া ঠিকানা দেয়। দীর্ঘ কয়েকদিন খোঁজাখুঁজির পর অবশেষে আজ সকালে তার প্রকৃত বাড়িতে এসে অবস্থান নিয়েছি। হয় আমার টাকা ফেরত দেবে নয়তো আমাকে বিয়ে করতে হবে।”
তিনি আরও বলেন, “ওই নারী আমার সঙ্গে প্রতারণা করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”
এলাকাবাসীর দাবি
স্থানীয়দের অভিযোগ, ওই নারী পূর্বেও একাধিক পুরুষকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়ে নিয়েছেন। একাধিক ব্যক্তি তার প্রতারণার শিকার হয়েছেন বলে দাবি করেন তারা। এলাকাবাসী ওই নারীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
নারীর বক্তব্য
ঘটনার পর থেকে নারী মাহিনুর আত্মগোপনে চলে যান। তবে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন।