প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৫ ০১:৪০

রংপুরে কাঁচামরিচের দাম ঊর্ধ্বমুখী, সামান্য কমেছে পেঁয়াজ

জালাল উদ্দিন, রংপুর
রংপুরে কাঁচামরিচের দাম ঊর্ধ্বমুখী, সামান্য কমেছে পেঁয়াজ

রংপুর নগরীর বাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে কাঁচামরিচসহ কিছু সবজির দাম। তবে আমদানির খবরে পেঁয়াজের দাম কিছুটা কমেছে। সামান্য কমেছে ডিম ও পোলট্রি মুরগির দামও।

পেঁয়াজ ও কাঁচামরিচের বাজার
মঙ্গলবার (১৯ আগস্ট) বাজার ঘুরে দেখা গেছে, পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫-৭০ টাকা কেজি দরে, যা গত সপ্তাহে ছিল ৭২-৮০ টাকা। অন্যদিকে কাঁচামরিচের দাম ২০০-২২০ টাকা থেকে বেড়ে সর্বোচ্চ ২৪০ টাকা কেজিতে উঠেছে।

সবজির বাজার
কিছু সবজির দাম বেড়েছে, কিছু কমেছে। চিকন বেগুন ৪৫-৫০ টাকা থেকে বেড়ে ৫৫-৬০ টাকা, গোল বেগুন ১০০-১২০ টাকা কেজি, ঢ্যাঁড়শ ৬০-৭০ টাকা, পটোল ৬০-৭০ টাকা এবং সজনে ডাঁটা ১৮০-২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বরবটির দাম কিছুটা কমে হয়েছে ৮০-৯০ টাকা। দেশি আদা বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকা, আমদানি করা আদা ১৮০-২০০ টাকা এবং দেশি রসুন ১০০-১২০ টাকা।

চাল, ডাল ও তেল
চাল, ডাল ও তেলের বাজারে তেমন কোনো পরিবর্তন হয়নি। স্বর্ণা (মোটা) ৫২-৫৪ টাকা, মিনিকেট ৮৫-৯০ টাকা এবং নাজিরশাইল ৯০-৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মসুর ডাল ১০০-১৪০ টাকা, মুগডাল ১৬০-১৮০ টাকা, খোলা সয়াবিন তেল ১৮০-২০০ টাকা ও বোতলজাত তেল ১৯০ টাকা লিটার দরে পাওয়া যাচ্ছে।

মুরগি, মাংস ও মাছ
ব্রয়লার মুরগির দাম কিছুটা কমে ১৭০-১৮০ টাকা কেজি, দেশি মুরগি ৪৮০-৫০০ টাকা, গরুর মাংস ৭২০-৭৫০ টাকা এবং ছাগলের মাংস ১,০০০-১,২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাছের মধ্যে রুই ৩০০-৩৮০ টাকা, কাতলা ৩০০-৫০০ টাকা, পাঙাশ ১৫০-২০০ টাকা এবং গছি মাছ ৮০০-১,২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বিক্রেতাদের মন্তব্য
সবজি বিক্রেতারা জানিয়েছেন, সরবরাহ কমে যাওয়ায় অনেক সবজির দাম বেড়েছে। তবে আমদানি শুরু হলে পেঁয়াজের দাম আরও কমার সম্ভাবনা রয়েছে।

উপরে