প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৫ ২২:৫৬

উত্তর বঙ্গোপসাগরে মেঘমালার কারনে উপকূলে বৃষ্টিপাত অব্যাহত, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
উত্তর বঙ্গোপসাগরে মেঘমালার কারনে উপকূলে বৃষ্টিপাত অব্যাহত, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এ কারনে পটুয়াখালীর কলাপাড়ায় গত ৫ দিন ধরে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
 
 টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহরেরর বিভিন্ন সড়কে পানি জমেছে। অনেকের বাসা বাড়িতে পানি উঠেছে। বৃষ্টির পানিতে তলিয়ে আছে আমন ক্ষেত। ক্ষতির শংকায় রয়েছেন আমন চাষী সহ সবজি চাষীরা। এদিকে বঙ্গোপসাগরে মেঘমালা তৈরী অব্যাহত থাকায় উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশর সব সমুদ্র বন্দরে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
 
মহিপুর মৎস্য আড়ৎ সমবায় মালিক সমিতির সভাপতি মোঃ দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বলেন, সাগরে বেশীরভাগ মাছধরা ট্রলার নিরাপদে আশ্রয় নিয়েছে। কিছু ট্রলার সতর্কতার সহিত সাগরের তীরবর্তী এলাকায় মাছ ধরতেছে।
উপরে