প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৫ ২৩:৪৭
কালাইয়ে ঝুঁকিপূর্ণ মরা গাছ, যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা
কালাই, জয়পুরহাট সংবাদদাতা

জয়পুরহাটের কালাই বাসস্ট্যান্ড থেকে ক্ষেতলাল উপজেলায় যাওয়ার সড়কে দীর্ঘদিন ধরে একটি মরা গাছ দাঁড়িয়ে রয়েছে। গাছটি কালাই সততা ডায়াগনস্টিক সেন্টারের সামনে এবং কালাই মহিলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মুখে অবস্থিত।
স্থানীয়রা জানিয়েছেন, ওই সড়ক দিয়ে প্রতিদিন কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী, কালাই সরকারি মহিলা কলেজ, কাকলি শিশু নিকেতন ও সদর উচ্চ বিদ্যালয়, কালাই বালিকা উচ্চ বিদ্যালয়, কালাই মহিলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয় এবং কালাই সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতায়াত করেন। এছাড়া কালাই ইউনিয়ন ভূমি অফিস, আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদ ও কালাই হাটে আসা-যাওয়া করা সাধারণ মানুষও এই সড়ক ব্যবহার করে থাকেন।
এলাকাবাসীর অভিযোগ, ঝুঁকিপূর্ণ এ মরা গাছটি যেকোনো সময় উপড়ে পড়ে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। কিন্তু বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। তাদের আশঙ্কা, বড় দুর্ঘটনার পরই হয়তো প্রশাসনের দৃষ্টি আকর্ষিত হবে।