বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

বগুড়া জেলার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিপি আক্তার (৩৫) নামে এক বিধবার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে শেরপুর থানার ভবানীপুর ইউনিয়নের আব্দুল মোমেন কোম্পানি (রোডস্ এন্ড হাইওয়ে কোম্পানি) এলাকায়।
নিহত লিপি আক্তার শেরপুর উপজেলার ইটালী গ্রামের বাসিন্দা, মৃত আনোয়ার হোসেনের স্ত্রী। সংসারে অভাব অনটনের কারণে তিনি বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গরুর জন্য ঘাস ও শাক তুলতে ওই মাঠে যান লিপি আক্তার। বৃষ্টির কারণে মাঠে পানি জমে ছিল। এ সময় ওই মাঠে চলমান নির্মাণকাজে ব্যবহৃত বৈদ্যুতিক তার পানির নিচে পড়ে ছিল। ঘাস কাটার সময় অসাবধানতাবশত তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন লিপি আক্তার এবং ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।
পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শেরপুর থানার উপ-পরিদর্শক এস আই জাহিদুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”