প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৫ ০০:২৮

রংপুর জেলা জমঈয়তে আহলে হাদীসের কাউন্সিল অনুষ্ঠিত

জালাল উদ্দিন,রংপুর
রংপুর জেলা জমঈয়তে আহলে হাদীসের কাউন্সিল অনুষ্ঠিত

রংপুর জেলা জমঈয়তে আহলে হাদীস এর আয়োজনে বার্ষিক কাউন্সিল অধিবেশন-২০২৫ অনুষ্ঠিত হয়।  গতকাল (২৩ আগস্ট)  সকাল ১০টায় রংপুর নগরীর আড়িরাং কমিউনিটি সেন্টারে  অত্যন্ত সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় যুগ্ন সেক্রেটারি জেনারেল শাইখ আব্দুল্লাহ আল মাহমুদ । এই কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন রংপুর জেলা জমঈয়তে আহলে হাদীসের  সভাপতি মাওলানা মোঃ মাহমুদুর রহমান । বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক শাইখ আব্দুল মতিন ।রংপুরে  জেলা জমঈয়তে আহলে হাদীস এর সেক্রেটারি আবু আনাস আব্দুল মালেকের সঞ্চালনায়  উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মুহা:শাহজাহান কবির  এ.কে.এস। অনুষ্ঠানে রংপুর  জেলার জমঈয়তে আহলে হাদীস এবং শুব্বানে আহলে হাদীস-এর বিভিন্ন স্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, সদস্য ও দ্বীনপ্রেমী জনসাধারণ উপস্থিত ছিলেন। কাউন্সিল অধিবেশনের মাধ্যমে রংপুর  জেলা জমঈয়তে আহলে হাদীসের নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের পক্ষ থেকে নবনির্বাচিত সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। একইসঙ্গে তাদের ইখলাস, ঐক্য ও সুন্নাহর উপর প্রতিষ্ঠিত থেকে দ্বীন প্রচারে বলিষ্ঠ ভ‚মিকা রাখার তাওফীক কামনা করা হয়। 

উপরে