প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৫ ০১:২৭

বগুড়ায় থ্রি স্টার মানের ‘হোটেল ৭১ আবাসিক’ যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় থ্রি স্টার মানের ‘হোটেল ৭১ আবাসিক’ যাত্রা শুরু

শহরের প্রাণকেন্দ্র থেকে মাত্র ৪০০ ফিট উত্তর–পূর্বে, ঐতিহাসিক বাম্বি সিনেমা হলের উপর তলায়, থ্রি স্টার মানের “হোটেল ৭১ আবাসিক” যাত্রা শুরু করেছে। বৃহস্পতিবার বর্ণাঢ্য এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ফিতা কেটে হোটেলটির শুভ যাত্রা ঘোষণা করা হয়।

হোটেল কর্তৃপক্ষ জানায়, অতিথিদের জন্য এখানে থাকবে সর্বাধুনিক আতিথেয়তার সব সুযোগ–সুবিধা।

হোটেলের বৈশিষ্ট্যসমূহ:

আধুনিক রুম ব্যবস্থা: এয়ার কন্ডিশন, ওয়াই–ফাই, স্মার্ট টিভি ও আরামদায়ক আসবাবপত্র।

থ্রি স্টার মানের রেস্টুরেন্ট: দেশি–বিদেশি মুখরোচক খাবার স্বাস্থ্যসম্মত পরিবেশে পরিবেশন।

পরিচ্ছন্ন ও আধুনিক ডাইনিং এরিয়া: পরিবার ও ভ্রমণকারীদের জন্য আরামদায়ক পরিবেশ।

২৪ ঘণ্টা সিকিউরিটি সার্ভিস: সিসি ক্যামেরা মনিটরিং, প্রশিক্ষিত নিরাপত্তা প্রহরী ও ফায়ার সেফটি।

গাড়ি পার্কিং সুবিধা: নিরাপদ ও সহজ পার্কিং ব্যবস্থা।

দ্রুত রুম সার্ভিস: অতিথির চাহিদায় তাৎক্ষণিক সেবা।

ভিআইপি লাউঞ্জ ও কনফারেন্স রুম: ব্যবসায়িক মিটিং ও কর্পোরেট আয়োজনের জন্য উপযোগী।

ট্যুরিস্ট সাপোর্ট সার্ভিস: ভ্রমণকারীদের জন্য গাইড ও সহায়তা।

উদ্বোধনী অনুষ্ঠানে হোটেল কর্তৃপক্ষ বলেন, “আমরা বগুড়াবাসী ও বাইরের অতিথিদের জন্য আধুনিক আতিথেয়তার নতুন এক দিগন্ত উন্মোচন করেছি। খাবার, নিরাপত্তা ও সেবার মানে কোনো আপস হবে না।”

হোটেলটি শহরের কেন্দ্রস্থলে থাকায় স্থানীয় ও বাইরের অতিথিদের জন্য সহজে পৌঁছানো সম্ভব এবং এটি পর্যটক, ব্যবসায়ী ও পরিবারসহ সকল ধরণের ভ্রমণকারীর জন্য উপযোগী হিসেবে বিবেচিত হবে।

উপরে