প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৫ ০৯:৫০

বগুড়ার সারিয়াকান্দিতে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক
বগুড়ার সারিয়াকান্দিতে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকাল ৫টায় হাট শেরপুর ইউনিয়নের হাটশেরপুর বাজার ও বলাইল বাজার এলাকায় এই লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
 
বগুড়া শহর বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির উদ্যোগে আয়োজিত এ লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন,
সারিয়াকান্দি পৌর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শরিফুজ্জামান হীরা; 
উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা রোকনুজ্জামান জিতু; হাটশেরপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম; হাটশেরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন রেজা; 
ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরনবী;
হাটশেরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা সাহার আলি; ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা জাকিরুল ইসলাম জাকির সহ সারিয়াকান্দি উপজেলা বিএনপি, সারিয়াকান্দি পৌর বিএনপি, হাটশেরপুর ইউনিয়ন বিএনপি, সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
এ সময় শহর বিএনপি'র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি জানান, "জনগণের কাছে তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিতে এবং সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে"।
উপরে