প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ২০:৫০

পুণ্ড্র ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
পুণ্ড্র ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত

পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়ায় ইনিস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রভাষক রাকিবুল হাসান সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আইকিউএসি-এর পরিচালক ও বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল আহসানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। ১৯ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, সকাল ১০:০০টায় বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ২০তলা ভবনের ৫০৭নং কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। ‘‘আউটকাম বেইসড এডুকেশন কোর্স ফাইল ফর কোয়ালিটি টিচিং অ্যান্ড লার্নিং” বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন শেষে সেমিনারে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সেমিনারে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদসহ সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপরে