দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় ভটভটি চালকের মৃত্যু

দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন(৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত আনোয়ার সদর ইউনিয়নের ডাকাহার গ্রামের আব্দুল আজিজের ছেলে। তিনি পেশায় ভটভটি চালক ছিলেন। গত ১৯সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত পৌনে ১০টার সময় বগুড়া-নওগাঁ সড়কের তিষিগাড়ী নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন আনোয়ার তাঁর শ্বশুরের ডাব বিক্রির ভ্যান নিয়ে যাচ্ছিলেন। রাস্তা পার হবার সময় বগুড়া থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী কোচ তাকে স্বজোরে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে । এসময় তিনি কোচের চাকায় স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই যাত্রীবাহী কোচটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।