প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ২১:১৪

জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করেছেন : বাদশা

খবর বিজ্ঞপ্তিঃ
জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করেছেন : বাদশা

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, “মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরিবারের কথা না ভেবে স্বাধীনতার ঘোষণা দিয়ে নিজেই রণাঙ্গনে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন দেশের জন্য। তিনি জেড ফোর্স গঠন করেছিলেন। আমরা কোনো অবস্থাতেই ১৯৭১-কে অপমানিত হতে দিতে পারি না।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের স্বাধীনতার জন্য লাখো মানুষ প্রাণ দিয়েছে। যারা পাকবাহিনীর সঙ্গে ষড়যন্ত্র করে এ দেশের নিরস্ত্র জনগণ ও মুক্তিযোদ্ধাদের ধরিয়ে দিয়েছে, বাড়িঘরে আগুন দিয়েছে এবং গণহত্যা চালিয়েছে—তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। স্বাধীনতার সংগ্রামের ইতিহাস আমরা ভুলতে পারি না।”

রেজাউল করিম বাদশা বলেন, “অগাস্ট বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে। যারা মুক্তিযুদ্ধ প্রত্যক্ষ করেনি, তাদের বলতে চাই—১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় পতাকা পেয়েছি। ৭১-কে যেমন শ্রদ্ধা ও সম্মান জানাই, তেমনি ২৪-এর অগাস্ট বিপ্লবকেও আমরা সেই সম্মান জানাবো। ওই বিপ্লবের মধ্য দিয়েই বাংলাদেশ ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পেয়েছে।”

আসন্ন শারদীয় দুর্গোৎসব প্রসঙ্গে তিনি বলেন, “অতীতের মতো বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বীদের পাশে সবসময় থাকবে।”

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে পুরাতন সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক মঞ্জু। উদ্বোধক ছিলেন শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু। সঞ্চালনায় ছিলেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম, শহর বিএনপির সাবেক সভাপতি মাহবুবর রহমান বকুল, জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেক তাহাউদ্দিন নাহিন, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী এবং জেলা ছাত্রদলের সহ-সভাপতি অভি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন মোল্লা, জেলা যুবদলের স্বাস্থ্য সম্পাদক ইনছান আলী, ওয়ার্ড যুবদলের সভাপতি ফয়সাল আলম, সাধারণ সম্পাদক রাকিবুজ্জামান উৎসবসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উপরে