প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ২১:১৭

পীরগঞ্জে গাছ নিলামে অনিয়মের অভিযোগে মানববন্ধন

তারিকুল ইসলাম তারিক, পীরগঞ্জ, রংপুর
পীরগঞ্জে গাছ নিলামে অনিয়মের অভিযোগে মানববন্ধন

রংপুরের পীরগঞ্জ উপজেলার ভীমশহর–জোতবাজ সড়কের পাশের গাছ নিলামে বিক্রির প্রতিবাদে মানববন্ধন করেছেন উপকারভোগী ও জমির মালিকরা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ওই সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

অভিযোগে জানা যায়, জোতবাজ গ্রামের বৈশাখী কাবের ৪৫ জন সদস্য ২০১০ সালে সড়কের দুই পাশে প্রায় পাঁচ শতাধিক ইউক্যালিপটাস গাছ রোপণ করেছিলেন। গাছগুলো পরিপক্ব হওয়ায় চলতি বছরের ৩ সেপ্টেম্বর উপজেলা বন বিভাগের তত্ত্বাবধানে মোট ৪২৭টি গাছ নিলামে তোলা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, এসব গাছের প্রকৃত বাজারমূল্য অন্তত ১৫ লাখ টাকা হলেও সরকারি মূল্য নির্ধারণ করা হয় মাত্র ৬ লাখ ৮৪ হাজার টাকা। পরবর্তীতে নিলামে বিক্রি হয় ৬ লাখ ৪০ হাজার টাকায়। তাদের অভিযোগ—উপকারভোগীদের মতামত না নিয়েই এ মূল্য নির্ধারণ করা হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক।

জোতবাজ বৈশাখী কাবের সভাপতি আকমল হোসেন বলেন, “গাছের মূল্য নির্ধারণ আমাদের অজান্তেই করা হয়েছে। এত কম দামে বিক্রির কারণে উপকারভোগী ও জমির মালিকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।”

একই অভিযোগ করেন উপকারভোগী রতন মিয়া, শাহাবুল ইসলাম ও অসহায় নারী সদস্য রক্তশনারা বেগম। তারা বলেন, “আমাদের ঠকানো হয়েছে। প্রকৃত মূল্য নির্ধারণ করে নতুনভাবে নিলাম হলে উপকারভোগীরা ন্যায্যভাবে লাভবান হবেন।”

মানববন্ধনে বক্তারা অবিলম্বে পূর্বের নিলাম বাতিল করে সঠিক প্রক্রিয়ায় প্রকৃত মূল্য নির্ধারণের মাধ্যমে গাছ বিক্রির দাবি জানান।

উপরে