বগুড়ার নন্দীগ্রামে ফুটবল খেলায় সংঘর্ষ, আহত ১২
বগুড়ার নন্দীগ্রামে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার বাছাইপর্বে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন।
রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কড়ইহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ সংঘর্ষ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নির্ধারিত সময়ে কড়ইহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় ও থালতা মাঝগ্রাম এমএ ফাজিল মাদ্রাসার মধ্যে খেলা গোলশূন্য ড্র হয়। পরে ট্রাইবেকারে কড়ইহাট বিদ্যালয় দল ১-০ গোলে জয়লাভ করে। খেলা শেষে মাদ্রাসা দলের শিক্ষার্থীরা মাঠ ছাড়ার প্রস্তুতি নিলে কড়ইহাট বিদ্যালয়ের শিক্ষার্থীরা গালিগালাজ ও অতর্কিত হামলা চালায়। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হন। আহতদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পরে মাদ্রাসা দলের শিক্ষার্থীরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে অবস্থান নেয়। এ ঘটনায় মাদ্রাসার সহকারী শিক্ষক (সমাজবিজ্ঞান) বাদী হয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।
কড়ইহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুস সাদাত বলেন, খেলা শেষে অপ্রীতিকর ঘটনা ঘটে। আলোচনার মাধ্যমে সমাধানের প্রস্তাব দেওয়া হলেও মাদ্রাসার শিক্ষকরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে চলে যান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, বাছাইপর্বের ফুটবল খেলা উপজেলার বিভিন্ন ভেন্যুতে চলছে। কেবল কড়ইহাট মাঠে সংঘর্ষের ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে। উভয়পক্ষকে বসে সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে এবং তারা এতে রাজি হয়েছেন।
