প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০১:২০

বগুড়া সরকারি আজিজুল হক কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তিঃ
বগুড়া সরকারি আজিজুল হক কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
সোমবার সকালে সরকারি আজিজুল হক কলেজ পুরাতন ভবন ক্যাম্পাসে নবীন বরণ অনুষ্ঠান ২০২৫ এর বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সওকত আলম মীর। - বিজ্ঞপ্তির

“ঐ নতুনের কেতন ওড়ে, কাল বৈশাখী ঝড়; তোরা সব জয়ধ্বনি কর”—এই স্লোগানে বগুড়া সরকারি আজিজুল হক কলেজে উচ্চ মাধ্যমিক শাখার নবীনবরণ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলেজের পুরাতন ভবন ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সওকত আলম মীর। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল ওয়াহেদ সরকার এবং শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক টিপু সুলতান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উচ্চ মাধ্যমিক শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রফেসর মো. শামসুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মো. সওকত আলম মীর বলেন, “বগুড়ার জন্য তোমরা কিছু করলে সেটা সবার জন্যই আনন্দের ও গর্বের বিষয় হবে। বিজ্ঞানে যারা ভর্তি হয়েছ, বিশেষ করে যারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখো, এখন থেকেই প্রস্তুতি শুরু করো। অন্য বিষয়েও যারা ভর্তি হয়েছে, তারাও লক্ষ্য ঠিক করে এগিয়ে যাও। যে বীজ তোমরা রোপণ করবে, সেই ফসলই ভবিষ্যতে ঘরে তুলতে পারবে। সুস্থ থেকো, দৃঢ় সংকল্পে অঙ্গীকার করো আগামী ভবিষ্যৎ গড়ার জন্য।”

উপরে