প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০১:২৩

ক্ষেতলালে আন্তস্কুল ফুটবল খেলায় সংঘর্ষ, আহত ৪ শিক্ষার্থী

উপজেলা সংবাদদাতা, ক্ষেতলাল, জয়পুরহাটঃ
ক্ষেতলালে আন্তস্কুল ফুটবল খেলায় সংঘর্ষ, আহত ৪ শিক্ষার্থী

জয়পুরহাটের ক্ষেতলালে আন্তস্কুল ফুটবল প্রতিযোগিতায় ট্রাইব্রেকারের সময় দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন শিক্ষার্থী আহত হয়েছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ক্ষেতলাল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে উপজেলা পর্যায়ের ফুটবল (বালক) প্রতিযোগিতায় এ ঘটনা ঘটে। এটি ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন খেলাধুলা-২০২৫-এর অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছিল।

খেলায় বড়তারা উচ্চ বিদ্যালয় ও ক্ষেতলাল পাইলট উচ্চ বিদ্যালয় মুখোমুখি হয়। নির্ধারিত সময় শেষে গোল সমতা থাকায় টাইব্রেকারের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় বড়তারা এগিয়ে গেলে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে বড়তারা উচ্চ বিদ্যালয়ের চারজন শিক্ষার্থী আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত শিক্ষার্থীরা হলেন— দশম শ্রেণির ছাত্র আইয়ুব হোসেন ও দিগন্ত সরকার এবং অষ্টম শ্রেণির ছাত্র সিজান ও রুদ্র চন্দ্র।

খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর বড়তারা উচ্চ বিদ্যালয়ের দল খেলা বর্জন করে মাঠ ত্যাগ করে।

বড়তারা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাংবাদিক আমানুল্লাহ অভিযোগ করেন, “এ ধরনের ঘটনার জন্য আয়োজক কমিটি ও পাইলট স্কুলের কিছু শিক্ষক দায়ী। তারা ছাত্রদের অন্যায় কর্মকাণ্ডের পক্ষ নেন। এতে বাইরের স্কুলগুলোর অংশগ্রহণ নিরুৎসাহিত হচ্ছে।”

এ বিষয়ে বড়তারা উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষা শিক্ষক পরিমল চন্দ্র মোহন্ত বলেন, “খেলা কমিটির অব্যবস্থাপনার কারণেই এ ধরনের ঘটনা ঘটছে। দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।”

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, “ফুটবল খেলা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ায় হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, “ঘটনাটি আমরা জেনেছি। কমিটি ও উভয় দলের প্রতিনিধিদের ডেকে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উপরে