প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০১:২৫

বগুড়ায় বাদুরতলা আদর্শ স্কুলে সীরাতুন্নবী (সা.) পালন

খবর বিজ্ঞপ্তিঃ
বগুড়ায় বাদুরতলা আদর্শ স্কুলে সীরাতুন্নবী (সা.) পালন

পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে সোমবার বগুড়ার বাদুরতলা আদর্শ স্কুলে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

এ উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে হামদ, নাত ও ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক আ স ম আব্দুল মালেক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক বেলাল হোসেন, বালিকা শাখার ইনচার্জ মোস্তাকুল ইসলাম, সিনিয়র শিক্ষক আব্দুল মান্নান ও মোজাফফর হোসেন প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “কোরআনের আদর্শ ছাড়া উত্তম সমাজ বা রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই ইসলামের সুমহান আদর্শ চর্চার মাধ্যমে বড় হয়ে সুন্দর জীবন গড়ে তুলতে হবে। একই সঙ্গে আদর্শিক ও কল্যাণময় সমাজ প্রতিষ্ঠায় ইসলামের দাওয়াত মানুষের নিকট পৌঁছে দিতে হবে।”

তিনি আরও বলেন, “কোরআন ও হাদিসের উপর অটল থাকতে হবে এবং হালাল-হারামের পার্থক্য মেনে চলতে হবে। তাহলেই আগামী দিনে আমরা আদর্শবাদী প্রজন্ম হিসেবে গড়ে উঠতে পারব।”

উপরে