প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০১:৩০

নওগাঁর রাণীনগরে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

উপজেলা সংবাদদাতা, রাণীনগর, নওগাঁ
নওগাঁর রাণীনগরে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

নওগাঁর রাণীনগরে বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মোতাহার (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাণীনগর থানায় মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত মোতাহার উপজেলার গোনা ইউনিয়নের ঘোষগ্রাম মৃধাপাড়া গ্রামের মৃত ছমির উদ্দীনের ছেলে। তবে মামলা দায়েরের সাত দিন পার হলেও তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছে ভুক্তভোগীর পরিবার।

মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর দুপুরে পরিবারের সদস্যরা কাজে ব্যস্ত থাকায় ওই নারী বাড়িতে একা ছিলেন। এ সময় মোতাহার সুযোগ পেয়ে ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরিবারের এক সদস্য ঘটনাস্থলে প্রবেশ করলে মোতাহার দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয় কয়েকজন মাতব্বর বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত ভুক্তভোগীর পরিবার থানায় মামলা করে।

বুদ্ধি প্রতিবন্ধী নারীর মা অভিযোগ করে বলেন, “মামলা দায়েরের পরও পুলিশ এখনো আসামিকে গ্রেফতার করেনি। এতে আমরা আতঙ্কে আছি। দ্রুত মোতাহারকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাই।”

এ ঘটনায় অভিযুক্ত মোতাহারের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, “আসামি পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।”

উপরে