বগুড়ায় শব্দকথন সাহিত্য আসরের আয়োজনে শরৎ উৎসব
বগুড়া শব্দকথন সাহিত্য আসরের আয়োজনে রোববার বগুড়ায় শরৎ উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রথম পর্বে বগুড়া জেলা পরিষদ মিলনায়তন চত্বরে শিশুদের জন্য ঋতু ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়। শিশুদের হাতে ঋতুভিত্তিক প্রকৃতির চিত্র আঁকার মাধ্যমে উৎসবের শুরু হয়।
বিকালে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও কবিতা আবৃত্তি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শব্দকথন সাহিত্য আসরের উপদেষ্টা কবি জয়ন্ত দেব। সাধারণ সম্পাদক কবি এইচ আলিম শরৎ উৎসবের গুরুত্ব তুলে ধরেন। কবিতা আবৃত্তিতে অংশ নেন সদস্য লুবনা জাহান, আব্দুল হান্নান, রবিউল করিম, মরিয়ম রুমা, আতিয়া তুহিন, পাপিয়া সুলতনা, মানিক মাহমুদ ও রওশন রোজী।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন চিত্রশিল্পী ও শিক্ষক আবু লায়েছ নিক্সন। অনুষ্ঠানের অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন নাট্যজন অলক পাল, শিক্ষানবীশ আইনজীবী হাবিবা নাসরিন, আবৃত্তি শিল্পী আফসানা সিমি, নারী উদ্যোক্তা শারমিন সুলতানা ও সমাজ উন্নয়ন কর্মী তাইবাতুন নাহার। চারটি বিভাগে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার ব্যবস্থাপনা করেন রবিউল করিম ও লুবনা জাহান। অনুষ্ঠানে শিশু ও তরুণদের মধ্যে সাহিত্য, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিভার বিকাশে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।
