প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০২:১৩
নওগাঁর নৃত্যাঞ্জলী একাডেমির শিল্পীরা জাতীয় প্রতিযোগিতায় পদক জয়
নওগাঁ সংবাদদাতাঃ
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নৃত্যাঞ্জলী একাডেমির তিন নৃত্যশিল্পী জাতীয় নৃত্য প্রতিযোগিতা “চ্যাম্পিয়ন সেরার সেরা-২০২৫” এ সেরা নৃত্যশিল্পী পদক অর্জন করেছেন।
বিজয়ীদের হাতে স্বর্ণপদক তুলে দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শ্রাবন্তী সাহা, স্বস্তিকা দত্ত ও বর্ণিতা সরকার একক নৃত্যে বিজয়ী হন। এছাড়া একাডেমির দলীয় লোকনৃত্য ও দেশাত্মবোধক দলও সনদপত্র অর্জন করে।
নৃত্যাঞ্জলী একাডেমির পরিচালক সেলিম বলেন, “তাদের পারফর্ম্যান্স গৌরবময়। এখান থেকেই আগামী প্রজন্মের নৃত্যশিল্পী তৈরি হবে।”
