প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০২:১৯

ধুনটে বিধবার ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ স্বামীর বাড়ির লোকজনের হস্তক্ষেপের

উপজেলা সংবাদদাতা, ধুনট, বগুড়াঃ
ধুনটে বিধবার ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ স্বামীর বাড়ির লোকজনের হস্তক্ষেপের

বগুড়ার ধুনটে স্বামীর বাড়ি থেকে চম্পা বেগম (৩৫) নামে এক বিধবার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে মথুরাপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের স্বামীর বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

ধুনট থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চম্পা বেগমের স্বামী আল আমিন সাত বছর আগে মৃত্যু বরণ করেন। এরপরও দুই সন্তানকে নিয়ে তিনি স্বামীর বাড়িতেই বসবাস করছিলেন। সকালে পরিবারের সদস্যরা ঘরে ঢুকে চম্পা বেগমকে ঝুলন্ত অবস্থায় দেখে ধুনট থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শেষে মরদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নিহতের ভাই বেলাল হোসেন অভিযোগ করেছেন, “আমার বোন জামাইয়ের মৃত্যুর পর থেকেই তার শ্বশুরবাড়ির লোকজন তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। তারা বোনকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে। আমি আমার বোনের হত্যার বিচারের দাবি জানাই।”

ধুনট থানার এসআই মঞ্জুর মোর্শেদ মন্ডল জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপরে